তিনি একসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এটুআই প্রোগ্রামের চেয়ারম্যান ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনওয়ার পানি বাড়ছে, প্লাবন আসছে, রুখতে হবে, ভাঙলে গড়তে হবে বাঁধ। বাঁধ ভেঙেছে তাতে তাঁর একার কি?
কিচ্ছু করতে না পারুক - উনি ছুটে যান যেখানেই সাধ্যেজুটে। তা সে দাপ্তরিক দায়িত্ব হোক বা ব্যক্তিগত উদ্যোগ। হ্যা, ঐ মাটি তার, ঐ এলাকা তার, ঐখানের মানুষগুলো তার, এই দেশটা তার। হয়তো এই বোধ বুকে লালন করেন বলেই উনি উনার মতো।
তিনি কোনো ক্ষমতার ডুগডুগি বাজানো এমপি, মন্ত্রী নন। রাজনীতিক নন। লক্ষ ভুতের ভীড়ে ঠাসা বর্তমান আমলাতন্ত্রের একজন ভুত ঝারানোর বৈদ্য তিনি।
তিনি কাদাজলে শহুরে পোশাক নষ্ট করে ছুটে যান।তিনি সেনা-সামন্তের পরোয়া না করে রানারের মতো একাই ছুটে যান...বার বার দেখছি মানুষটাকে! অদ্ভুত! কিচ্ছু করতে না পারুক,উনি সাড়া তো দেন!
গাটমারা কুর্তাওয়ালা বড় নেতার চেয়ে এমন একটা করে কবীর বিন আনোয়ারও যদি জুটে যেত বিভিন্ন ক্ষেত্রে...রাষ্ট্রের উৎকর্ষে আমলাতন্ত্র কত বড় পাওয়ার হাউজ হতে পারে তা বুঝতো বাংলাদেশ ।
আপনার প্রতি শ্রদ্ধা রইলো। আপনি সব সময় এমন থাকুন, যেন এভাবেই আপনার কথা বলতে পারি।
গ্যারান্টি দেয়া বাঁধ কেনো ভাঙলো! এবার নিজেই মাঠে নামলেন সত্য জানতে। জানালেন, দুর্ভোগের কারণ যদি দুর্নীতি হয়, কোনো ছাড় নয়। আমার বিশ্বাস উনি ছাড়বেন না।
তিনি বীর মুক্তিযোদ্ধা আদর্শ বুকে দেশ প্রেম মুক্তিযোদ্ধার সন্তান।
তিনি সিরাজগঞ্জের গণ মানুষের নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছেন। তিনি সিরাজগঞ্জের প্রানের মানুষ।