করোনা ২য় ঢেউ মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে হাজীগঞ্জ প্রশাসন।
২৮ জুন (সোমবার) সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে যৌথভাবে কঠোর অবস্থান নিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসন। সকাল থেকে (হাজীগঞ্জ সার্কেল)অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ এর নেতৃত্বে হাজীগঞ্জের ৯ পয়েন্টে অস্থান নেয় থানা পুলিশ । প্রথম সকালে বাজারে মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষে আনাগোনা সেই সাথে সিএনজি,অটোরিক্সা,মটরসাইকেল,।যা সামাল দিতে রিতিমত হিমসিম খেতে হচ্ছিল প্রশাসনকে ।দুর পাল্লার গাড়ী বন্ধ থাকলেও প্রাইভেট, মাইক্রোবাস এবং এম্বুলেঞ্চে করে আসতে দেখা গেছে অনেককে । দুর পাল্লার এই ধরনের গাড়ীগুলোকে আটকে দিয়ে কারন দর্শাতে হয়েছে ।সিএনজি অটোরিক্সা আটকে দিলেও থামানো যায়নি মানুষের ঢল ।পায়ে হেটেই বাজারে আসা শুরু করেছে অনেকেই ।মানুষের এই উপচে পড়া ভীড় রুখতে হাজীগঞ্জের প্রধান সড়কে অবস্থান নিয়েছে প্রশাসনের সর্বোউচ্ছ কর্মকর্তা বৃন্দ ।এ সময় মাস্ক বিহীন পথচারীদের মোবাইল কোর্টের মাধম্য জরিমানা করা হয় ্।উক্ত মোবাইল কো্র্টে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ৬ জনকে ২৫০০টাকা জরিমানা করেন। অকারনে বেরিয়ে আসা মটরসাইকেলকেও জরিমানা করা হয় ্।এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ,হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন,হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ,ট্রাফিক ইন্সপেক্টর মো.জাহাঙ্গীর আলমসহ থানা,ট্রাফিক,উপজেলার অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দু ।
Leave a Reply