বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাদিম মৃধা কলিজাতে লাগে শিরোনামের একটি গান। গানটির কথা,সুর দিয়েছেন নির্মল দাস মিউজিক ডিরেক্টর হিসেবে ছিলেন নাদিম মৃধা।গানটির দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এস কে বিকি।মিউজিক ভিডিওতে পারফর্ম করেছে তমা আহমেদ,শান্ত চৌধুরী ও রুবেল।নির্মাতা এস কে বিকি জানান,এই তিনজনের ভালোবাসার জুটির রসায়ন যেমন ভিন্নতা এনেছে এই ভিডিওতে, তেমনি দর্শকদেরও আলাদা মুগ্ধতায় ভাসিয়ে দেবে।পুরপুরি একটি ভালোবাসার গল্প দিয়ে এই মিউজিক ভিডিওটি নির্মান করা হয়েছে।প্রকাশ করা হবে এস কে বিকি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে।নির্মাতা,এস কে বিকি বলেন,আমি জাজ মাল্টিমিডিয়াটে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি,আমার প্রতিটি কাজ দর্শক উপভোগ করেছেন আমার এই মিউজিক ভিডিও তে নাইকার চরিত্রে অভিনয় করেছেন,বাংলাদেশের খুব জনপ্রিয় “নাইকা”সে একাধিক নাটক শর্টফিল্ম ও মিউজিক ভিডিও তে কাজ করেছেন।এবং জাজ মাল্টিমিডিয়ার পরবর্তী মুভির সিলেক্টেড নাইকা।দর্শকরা সবাই তাকে খুব পছন্দ করে,এই মিউজিক ভিডিওটি সত্যি দর্শকদের মনকে প্রশান্তি দিবে।”নায়ক” শান্ত চৌধুরী খুব পরিচিত মুখ সে আরো অনেক মিউজিক ভিডিও তে কাজ করেছেন,তেমনি রুবেল ও খুব ভালো পারফর্মেন্স করেছেন,এই মিউজিক ভিডিওতে দর্শকরা কিছুটা ভিন্নতা পাবে এবং দর্শকদের মন ছুয়ে যাবে।মিউজিক ভিডিওটির শুটিং করা হয় ঢাকা সাভার ধামরাই এলাকা সহ গাজিপুর অনন্ত ভুবন রিসোর্টের অসাধারণ দৃশ্য দেখতে পারবে দর্শকরা।
নাদিম মৃধা বলেন,গানটার কথা আমার খুব ভালো লেগেছে। আর সুরটাও অসাধারণ হবে ইনশাআল্লাহ। যেন মন ছুঁয়ে যাওয়ার মতো,আশা করছি শ্রোতাদের খুব ভালো লাগবে।
ক্যামেরাম্যান হিসেবে ছিলেন,এ আর আলম জাজ মাল্টিমিডিয়ার সাথে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছেন।বিভিন্ন কাজের মাধ্যমে খুব জনপ্রিয়তা অর্জন করেছেন ক্যামেরাম্যান ও এডিটর এ আর আলম।গানটির মিউজিক ভিডিও করেছেন,এস কে বিকি ও ম্যানেজমেন্ট এর দায়িত্বে ছিলেন সুজন। সর্বোপরি মিউজিক ভিডিওটি নিয়ে আমরা সবাই খুব আশাবাদী।
এস কে বিকি জানায়,আমরা ঈদুল আজহা সামনে রেখে ২টি মিউজিক ভিডিও মুক্তি দেওয়ার চিন্তা আছে। মিউজিক ভিডিও টি এস কে বিকি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হবে।
Leave a Reply