ব্রাক্ষনবাড়িয়া কসবা উপজেলা বাদৈর ইউনিয়ন হাতুরা বাড়ি খানবাড়িতে মোঃ গোলাম মাওলা (৩২) এর ঘরে স্টিল আলমারিতে ছোট মেয়ে হাত লাগলে চিল্লি দিলে বাবা কোন কিছু বুঝার আগেই গোলাম মাওলা মেয়েকে উদ্ধার করতে গেলে সে নিজেই আটকে যায়। তারই ছেলে মোঃ জুবায়ের( ৮) বাবাকে পর্শ্ব করলে জুবায়ের ও লেগে যায় মা রোজিনা (২৫) ছেলে – স্বামী ও ছেলে ছেলেকে পর্শ্ব করলে সে ও আটকে গেলে তাদের চিল্লাচিল্লি শুনে এলাকার মানুষ এসে দেখে বাবা ছেলের ঘটনাস্হলেই মুর্ত্যু হয়।
মা রোজিনা কে দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অস্হায় ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায় এবং সে খানেই মুমুর্ষ অবস্হায় চিকিৎসাদীন আছেন।
বাবা ছেলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply