
মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার:
দলীয় মনোনয়ন পেলেন অভিজ্ঞ এই রাজনীতিক; এলাকায় উৎসবের আমেজ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে জনাব মশিউর রহমান–এর নাম ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির বৈঠকে প্রার্থী চূড়ান্তের পর তাঁর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মশিউর রহমান স্থানীয়ভাবে একজন সংগঠক ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। তিনি কসবা ও আখাউড়া অঞ্চলে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় মশিউর রহমান বলেন, “জনগণই আমার শক্তি। বিএনপির আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি সর্বশক্তি দিয়ে কাজ করব। কসবা–আখাউড়ার উন্নয়ন ও মানুষের কল্যাণই আমার অঙ্গীকার।” মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই কসবা ও আখাউড়া উপজেলাজুড়ে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই মিছিল ও আনন্দ র্যালির মাধ্যমে প্রার্থীকে অভিনন্দন জানান। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেছেন, মশিউর রহমানের নেতৃত্বে বিএনপি এই আসনে আরও সংগঠিত ও শক্তিশালী অবস্থানে ফিরে আসবে। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরাও প্রস্তুতি নিচ্ছেন। ফলে কসবা–আখাউড়া আসনে একটি ত্রিমুখী লড়াইয়ের আভাস দেখা যাচ্ছে।
 
                                                
Leave a Reply