মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের পৃথক অভিযানে মোট ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে ২ জন মাদক কারবারী গ্রেফতার এবং ১ জন পলাতক রয়েছে।
পুলিশ সূত্র জানায়, ২৭ নভেম্বর ২০২৫ তারিখ ভোর ০৪:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ গোপীনাথপুর ইউনিয়নের নোয়াগাঁও পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট আসামী কৌশলে পালিয়ে যায়।
পরে একই দিনে বিকাল ১৬:৩০ ঘটিকায় আরেকটি অভিযানে বায়েক দক্ষিণপাড়া এলাকা থেকে ৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়।
গ্রেফতারকৃত দুই আসামীর পরিচয়
১। রাবিয়া (২৫),পিতা: মৃত শামসুদ্দিন, গ্রাম: সুবর্ণচর, থানা: চরজব্বর, জেলা: নোয়াখালী
২। সুমি আক্তার (৩০), পিতা: মৃত রতন, গ্রাম: চট্টগ্রাম, থানা: বায়েজিদ বোস্তামি, জেলা: চট্টগ্রাম
পলাতক আসামী
মো. খাদেম হোসেন ওরফে বাবু (৩০), পিতা: মৃত শারু মিয়া, মাতা: শাহেরা খাতুন, গ্রাম: নোয়াগাঁও, থানা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া
পুলিশ জানায়, ঘটনাসমূহের পরিপ্রেক্ষিতে কসবা থানায় পৃথক ২টি মাদক মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।