১০ নং ওয়ার্ড উত্তর কাট্টলীর কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র জননেতা ড. নিছার উদ্দিন আহমেদ মন্জুর পরিষদের সদস্যদের উদ্যোগে আগ্রাপাড়া ও বেগুন ক্ষেত আবাসিক এলাকার গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ১০ নম্বর ওয়ার্ড উত্তর কাট্টলীর তিনবার নির্বাচিত কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য জননেতা ড. নিছার উদ্দিন আহমেদ মন্জু বিশেষ অতিথি ৯১০ ও ১৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তছলিমা নুরজাহান রুবি, উত্তর আগ্রাপাড়া সমাজের সাধারণ সম্পাদক মোঃ মনির উল্লাহ কোম্পানির সভাপতিত্বে ও মোঃ হারুন উর রশীদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল বশর সওঃ। হাজী মোঃ ইদ্রিস, কামাল উদ্দিন মাষ্টার, মোঃ ওয়াসিম উদ্দিন মেম্বার, আব্দুল আজিজ মেম্বার, আবু সুফিয়ান, জানে আলম, জসিম উদ্দিন, সোমা দাশ, আবু তৈয়ব ইমন, মোঃ হাসান বক্তব্য রাখেন। সভা শেষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।