ফয়ছল কাদিরঃ- কানাইঘাট উপজেলার জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর পক্ষ থেকে ৮নং ঝিংগা বাড়ি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য যে ত্রান গুলো দেয়া হয়েছে,,,
(১) ট্যাপ সহ ৮ টি বালতি,(২) ট্যাপ ছাড়া ৫ টি বালতি (৩) ন্যাপকিন ১৪ টি (৪) পানির জার ১২ টি,(৫) পানি বিশুদ্ধ করন ট্যাবলেট, উক্ত ত্রান গুলো গ্রহণ করেছেন ৮ নং ঝিংগা বাড়ি ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান (৫ নং ওয়ার্ড) ২নং প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ (৩নং ওয়ার্ড), ৩নং প্যানেল চেয়ারম্যান রুবি রানি চন্দ্র (৪,৫,৬ নং ওয়ার্ড) ২নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রাজ্জাক,৬নং ওয়ার্ডের মেম্বার হুমায়ূন কবির, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল কাদির ও ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার ফাতিমা বেগম সহ অন্যান্য নেত্রীবৃন্দ ।