নিজস্ব প্রতিবেদক
বিএনপি এমপি পদপ্রার্থী মাহমুদ হাসান খান বাবুর নারীবান্ধব অঙ্গীকার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর নির্বাচনী মহিলা সমাবেশ। মহিলা দলের সভানেত্রী ছালমা জাহান পারুলের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে এলাকার হাজারো নারী অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা–২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির উপ–কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু। মঞ্চে অন্যান্য অতিথিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো—দলীয় নেতৃবৃন্দ, সম্মানিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মহিলা দলের বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ।
মাহমুদ হাসান খান বাবু তাঁর বক্তব্যে বলেন, “নারীই দেশের উন্নয়নের প্রাণশক্তি। চুয়াডাঙ্গা–২ আসনে নারীদের নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য বিএনপি সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি।”
তিনি আরও বলেন, “যে রাজনীতি মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দেয়, সেই রাজনীতিকে প্রতিষ্ঠা করতেই আমরা মাঠে রয়েছি।”
মঞ্চ সাজসজ্জা, বেলুন ও রঙিন ব্যানারে সমাবেশটি হয়ে ওঠে এক উৎসবমুখর আয়োজন। নারীদের উপস্থিতি, তাদের করতালি-শ্লোগান এবং প্রাণচাঞ্চল্য পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। বক্তারা নারী নেতৃত্ব, সামাজিক ন্যায়বিচার, দুঃশাসন দূরীকরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের বিভিন্ন দিক তুলে ধরেন।
সভাপতি ছালমা জাহান পারুল বলেন, “চুয়াডাঙ্গা–২ আসনের প্রতিটি নারী আজ পরিবর্তনের প্রত্যাশায় ঐক্যবদ্ধ। বাবু ভাইয়ের প্রতি আমাদের আস্থা অগাধ। তিনি নির্বাচিত হলে এলাকার নারীরা প্রকৃত উন্নয়নের স্বাদ পাবে।”
এ সমাবেশকে এলাকাবাসী আসন্ন নির্বাচনের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। নারীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ প্রমাণ করেছে—চুয়াডাঙ্গা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে ঘিরে প্রত্যাশা ও সমর্থন ক্রমেই বাড়ছে।