স্টাফ রিপোর্টার্সঃ মোঃ নেছার উদ্দিন
ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.
রাজধানীর বিভিন্ন স্থানে টানা অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা এবং বিভিন্ন পর্যায়ের অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মীরা।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারদের মধ্যে রয়েছেন—
১। খিলক্ষেত থানা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আইনুল আসিফ (২৬)
২। সাবেক চেয়ারম্যান ও বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নিছার আলী (৫৫)
৩। সূত্রাপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল হক ফয়সাল (৪৫)
৪। ছাত্রলীগ কর্মী মো. আকাশ (২৫)
৫। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. মুরসালিন তালুকদার (৩৪)
৬। আওয়ামী লীগ কর্মী মো. রিপন (৩৮)
৭। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহম্মদ আনিসুর রহমান (৫৭)
৮। আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি মো. মাহবুবুল ইসলাম (৩৪)
৯। আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নুসরাত জাহান লিমা (৪৬)
১০। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি এএসএম আল সনেট (৩৬)
১১। লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. বেলাল হোসেন তুহিন (২৯)
১২। মানিকগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো. আরশেদ আলী বিশ্বাস (৫৭)
১৩। তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অভিমুন্য বিশ্বাস অভি (৩৫)।
ডিবি জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত একাধিক দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এর মধ্যে বাড্ডা, মতিঝিল, যাত্রাবাড়ী, বনশ্রী, ধানমন্ডি, বেইলি রোড, রসুলবাগ, মুগদা ও রামপুরা এলাকা থেকে পর্যায়ক্রমে তাদের গ্রেফতার করা হয়।
ডিবির তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত মো. মাহবুবুল ইসলামের বিরুদ্ধে বরগুনার আমতলী থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি নিশ্চিত করেছে।
Leave a Reply