 
																
								
                                    
									
                                 
							
							 
                    
২৪ ফেব্রুয়ারী সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নোয়াখালীতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন( এফবিজেও) আয়োজিত মানববন্ধনে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আজগর আলি মানিক বলেন, বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচার অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। কার গুলিতে সে নিহত হল, সেই গুলির মালিককে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। তিনি বলেন, সাগর- রুনি হত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। এ ভাবে চলতে পারেনা। এস এম জহিরুল ইসলাম বলেন, সাংবাদিকদের রাস্তায় নামার কথা না, কলম আর ক্যামেরা নিয়ে সংবাদের সাথে থাকার কথা। আমরা যখন মাঠে নেমেছি আমাদের অধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরব।তিনি সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব মাহবুবুল ইসলাম, আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম অপরাধ বিচিত্রার সম্পাদক জনাব এস এম মোরশেদ আজগর আলি মানিক সহ আরো অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ
 
 
                                                
Leave a Reply