মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ
ঝিনাইদহ কালীগঞ্জের মঙ্গলপৈতা বাজারে সোমবার বিকেলে স্থানীয় বিএনপি’র উদ্যোগে হাটসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
হাট সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রিয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আগামী নির্বাচন অতি সন্নিকটে। মাঠ পর্যায়ের নেতা কর্মিদেরকে এটা মনে রেখে দলের জন্য সাধারন মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে এদেশের রাজনৈতিক একটি দল ধর্মের নাম ভাঙিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। তাদের সেই অতীতের দোসরদের ওপর ভর করে আবার বাংলার মাটিতে ফ্যাসিবাদীদের প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছে। এটা বাংলার মানুষ বুঝে গেছে।
তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে যারা বিরোধী দল মতের মানুষদের ওপর হামলা মামলা দিয়েছে। গনতন্ত্র হত্যা করেছে। এদেশের নিরীহ ছাত্রজনতার বুকে গুলি চালিয়ে মায়ের বুক খালি করেছে। তাদেরকে আবার প্রতিষ্ঠিত করতে গেলে ভোটের বাক্সে জনগন জবাব দিয়ে দিবে। কারন দেশের ভুক্তভোগী সাধারন মানুষকে তারা যতটা বোকা ভাবছেন ওতটা বোকা দেশপ্রেমিক জনগন নয়।
তিনি দলের নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, ষড়যন্ত্র চলছে। এটা আরও জোরদার হতে পারে। সে কারনে সকলকে সজাগ থাকতে হবে। দেশ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীর বাংলাদেশের জন্য রুখে দিতে হবে সব ষড়যন্ত্রকে সর্বোপরি আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে হবে।
এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিনেপি’র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, আহেদ আলী লস্কর, ঢাকা দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রেন্টু লক্ষর,বিএনপি নেতা মহান বিশ্বাস, জয়নাল বিশ্বাস, লতিফ মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি।রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দেয়া ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লিফলেট হাটে উপস্থিত জনসাধারনের মাঝে নিজ হাতে বিতরণ এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।