মোঃ পারভেজ ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বাদুরগাছা কালী মন্দিরে আপোষহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় আয়োজিত এ প্রার্থনা অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি দিলীপ বাবু ও সাধারণ সম্পাদক পরিতোষ বাবুর সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ পূজা ও প্রার্থনা করা হয়।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, অসুস্থ দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় বিভিন্ন ধর্মের মানুষ এভাবে নিয়মিত প্রার্থনা ও দোয়া করছেন, যা সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ।
প্রার্থনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে শান্তির আশীর্বাদ বিতরণ করা হয়।