হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা)
সাতক্ষীরার কালীগঞ্জে মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের সদস্য শরিফুল ইসলাম ওরফে অমিত (১৭) কে হত্যা চেষ্টা মামলায় পুলিশ গ্রেফতার করেছে। তিনি উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের রেজাউল পাড়ের পুত্র।
ঘটনার সূত্রপাত সোমবার রাত আনুমানিক ৮টার দিকে, যখন অমিত তার বন্ধু নাঈম ইসলাম তুহিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে কাকশিয়ালি নদীর পাড়ে অন্ধকারে নির্জনে নিয়ে যান। সেখানে মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা দেওয়ায় অমিত তুহিনের গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্টা করেন এবং পালিয়ে যান।
তুহিনের চিৎকারে বিএনপি অফিসের সামনের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার পর তার পিতা আবুল কালাম থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক শাহাদাত হোসেন ভোরে অভিযান চালিয়ে নলতা থেকে অমিতকে গ্রেফতার করেন।
এর আগেও গত ১১ মার্চ সন্ধ্যায় ইন্দ্রনগর হুসেইনা জামে মসজিদ থেকে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সাইফুল ইসলাম নামে এক যুবককে একইভাবে ছুরি দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করেন অমিত। সেই মামলায় তিনি দীর্ঘদিন জেল হাজতে থেকে বাগেরহাট শিশু সংশোধনাগারে ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার মাত্র সপ্তাহখানেকের মধ্যে তিনি আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন এবং বর্তমানে জেলা হাজতে রয়েছেন।