মোঃ জহুরুল ইসলাম
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ার কুমারখালীতে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সাংবাদিক পরিচয়দানকারী সোহেল রানা নামের একজনকে আটক করেছেন কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
সোহেল রানা (৩২) কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের উত্তর যদুবয়রা গ্রামের মৃত উকিল শেখের ছেলে বলে জানা যায়।
গত ২৫ জুলাই বৃহস্পতিবার মাদ*কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে সোহেলকে তার নিজ বাসা থেকে আটক করে কুমারখালী থানায় সোপর্দ করেন এবং শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায় সোহেল রানার লেখাপড়া বিদ্যার দৌড় আন্ডার মেট্রিক পর্যন্ত। অথচ বড় মাপের ক্যামেরা হাতে নিয়ে জিটিভি সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে সমস্ত উপজেলা চোষে বেড়াতেন।
সোহেলের বাড়ি টিনের ছাপড়া ঘর থাকলেও অল্প দিনে সোহেল দামি হোন্ডা বাইক কিনেন ছাপড়া ঘরের জায়গায় বিল্ডিং ঘর নির্মাণ করেন দৃষ্টি নন্দন করেন টাইলস লাগিয়ে। আরামের জন্য ঘরে লাগান দুই টনের মিনিস্টার এসি বাড়ির চারিদিকে সিসি ক্যামেরা লাগিয়ে সর্বোপরি নজরদারির আওতায় রাখতো।
এসবের একটাই কারণ ছিল নিজেকে ভালো মানুষ সাজাতে এবং অপরাধকে আড়াল করার জন্য।
এলাকাবাসীর দাবি সোহেল একজন বড় মাপের মাদক ব্যবসায়ী আর মাদক ব্যবসা কে আড়াল করতে ওপর ওপর সাংবাদিকতার লেবাস গায়ে জড়িয়ে ছিলেন।
এলাকাবাসীর সামনে গত বৃহস্পতিবার সোহেলের সাংবাদিকতার মুখোশ খসে পড়ে উন্মোচিত হয় একজন মাদক ব্যবসায়ী হিসেবে।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে সোহেল ১০২ পিস ইয়াবাসহ নিজ বাড়ি থেকে গ্রেফতার হয় গত বৃহস্পতিবার।