শিরোনাম :
আমতলীতে ছাগলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: তিনজন আহত, একজন বরিশাল মেডিকেলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার কুমিল্লায় বসতঘরের সামনে টিনের ভেড়া দিয়ে পথ বন্ধ ভোগান্তিতে জামাল হোসেন পাটোয়ারীর পরিবার চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়ন প্রাপ্ত মাহমুদ হাসান খান বাবুকে গড়াইটুপি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইদহে মানবিক আরএমও’র বদলিতে শৈলকূপা বাসি উদ্বেগ — এলাকাবাসীর দাবি, “অবিলম্বে অর্ডার বাতিল করা হোক” ‎চুয়াডাঙ্গায় বিএনপি নেতার প্রবাসীর স্ত্রীসহ বসবাসে গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি বগুড়া সদর-৬ আসনে তারেক রহমানের বিজয় নিশ্চিতের লক্ষ্যে তরুণদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিএনপির দলীয় মনোনয়ন পেয়েই গণসংযোগে ব্যস্ত সময় পার করছে রংপুরের প্রার্থীরা নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনীত প্রার্থী ইকবাল হোসাইন ভূঁইয়া ও আজহারুল ইসলাম মান্নান,কার হাতে সন্ত্রাসমুক্ত,নিরাপদ জনপদ গড়া সম্ভব? যশোরের রুপদিয়া এলাকায় নাঈম নামে একজনকে ফার্মেসীতে ডেকে নিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা

কুমিল্লায় বসতঘরের সামনে টিনের ভেড়া দিয়ে পথ বন্ধ ভোগান্তিতে জামাল হোসেন পাটোয়ারীর পরিবার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩০ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বরুড়া উপজেলার ১২নং আড্ডা ইউনিয়নের পিলগিরি গ্রামে বসতঘরের সামনে টিনের বেড়া তুলে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।জামাল হোসেন পাটোয়ারীর পরিবার চরম ভোগান্তিতে পড়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যগন জানান, হঠাৎ করে টিনের বেড়া দেওয়ার কারণে আমরা সবাই ঘর থেকে বের হতে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে । স্হানীয় এালাকাবাসী জানান বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ ঘটনায় আদালতে দেওয়ানি মামলা নং–২৪৪/২০২২ (মোকাম কুমিল্লা, বিজ্ঞ সহকারী জজ আদালত, বরুড়া) দায়ের রয়েছে। মামলার প্রেক্ষিতে বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনও দাখিল করা হয়েছে। ভুক্তভোগী মোঃ জামাল হোসেন পাটোয়ারীর পরিবারের সদস্যগন বলেন, “আমরা বহু বছর ধরে এই জায়গায় বসবাস করছি। কিন্তু আবু তাহের গং জোরপূর্বক টিনের বেড়া তুলে আমাদের ঘরের সামনে রাস্তা বন্ধ করে দিয়েছে।” পরিবারের সদস্যগন আরও জানান, রহিমানগর বি.এ.বি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিলগিরি খারুল হাজী আব্বাস আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আবুল হোসেন পাটোয়ারী এবং তাঁর ছোট ভাই আবু জাফর (মনু)—উভয়েই ১২নং আড্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা—গত ১ নভেম্বর ২০২৫, শনিবার, বহিরাগত কিছু লোকের সহযোগিতায় দেশীয় অস্ত্র হাতে নিয়ে পাশের মো. জামাল হোসেন পাটোয়ারীর ঘরের সামনে জোরপূর্বক টিনের বেড়া দেন। এর ফলে জামাল হোসেন পাটোয়ারীর পরিবারের বসতবাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথ বন্ধ হয়ে যায়। অভিযোগ অনুযায়ী, দেশীয় অস্ত্র দেখিয়ে বাড়ির মহিলাদের ভয়ভীতি প্রদর্শন করা হয়। এলাকার লোকজন ঘটনাটি দেখলেও বহিরাগতদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। এ বিষয়ে অভিযুক্ত আবু জাফর (মনু) সাংবাদিকদের জানান, “আমরা আমাদের জায়গায় বেড়া দিয়েছি।” এদিকে উক্ত ঘটনা কে কেন্দ্র করে এখানে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে৷ তাই এলাকাবাসী জানান দ্রুত সংশ্লিষ্ট কতৃপক্ষ এদিকে নজর দেওয়া দরকার৷ স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও বিরোধের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। এদিকে জামাল হোসেন পাটোয়ারীর পরিবারের আরেক সদস্য জানান আমরা বসত ঘর তৈরি করার জন্য লক্ষ লক্ষ টাকার মালামাল এনেও তাদের বাঁধার জন্য আমরা ঘর করতে পারছি না ফলে আমাদের লক্ষ লক্ষ টাকার মালামাল নস্ঠ হয়ে যাচ্ছে৷ আমরা উক্ত ঘটনার বিচার চাই৷ এবং আমাদের ঘরের সামনে বেড়া দিয়ে আমাদের ঘরবন্দী করে রাখার বিচার চাই৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com