নিজস্ব প্রতিনিধিঃ- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নের ০৭ নং ওর্য়াডের পাবই রেল গেইট বাজারের পাশে অবস্থিত এক পুলিশ সদস্য মোঃ আব্দুল করিম মিন্টুর বাড়ীতে গত ০৪/০৬/২০২২ইং রোজ সোমবার বিকাল ৪ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরে তাহার বাড়ীতে সন্তাসী হামলা, লুটপাট, ভাংচুর,মহিলাদের উপর অমানবিক নির্যাতন,করা হয়েছে বলে জানা গেছে হামলাকারীরা হলেন রজনপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে লোকমান আহমদ, ময়নুল ইসলাম, চাচা নজব আলী, মৃত মফিজ আলীর ছেলে রুবেল আহমদ,মৃত টনু মিয়ার ছেলে রমিজ আলী তার ভাই ইয়ামিছ আলী ও মহিলা সহ প্রায় ৩০-৪০ জন দেশীয় অস্ত্র দা ও লাঠি ছটা নিয়ে ঐ পুলিশ সদস্য মিন্টুর বাড়ীতে হামলা, লুটপাট, ভাংচুর করে ওই সন্ত্রাসীরা। ঠিক তখনই পুলিশ সদস্য মিন্টু তাহার পরিবারের লোকজনের উপর হামলার খবর পেয়ে অসহায় হয়ে সাথে সাথে কুলাউড়া থানা পুলিশদের জানালেন তখন এস আই আব্দুল আলীম,ও এ এস আই নুরু সহ কয়েক জন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে,সব কিছু মোবাইলে ছবি তুলে নিয়ে থানায় যান। এদিকে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন পুলিশ সদস্য মিন্টুর মা মোছাঃ আয়রুন বেগম,ছালমা বেগম,ও ইসমাইল আলী,তাদেরকে উদ্ধার করে কুলাউড়া পলি ক্লিনিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে, এই দিন কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ সদস্য মিন্টুর মাতা মোছাঃ আয়রুন বেগম,হামলাকারিরা যাওয়ার সময় বলে যায় মিন্টুও তার বাবাকে পেলে হত্যা করে তাদের লাশ গুম করে ফেলবে হবে।এবং সন্ত্রাসীরা যাওয়ার সময় কোরবানি জন্য ঘরের আলমারিতে রাখা টাকা সহ সব মিলিয়ে প্রায় নগদ ১লাখ ২০ হাজার টাকা এবং ৩ ভরি স্বর্ণ ও নিয়ে যায়।
বর্তমানে পুলিশ সদস্য মিন্টুর পরিবারের লোকজনদের কে হুমকি দেয়া হচ্ছে যে তাদের বিরুদ্ধে দেয়া কুলাউড়া থানার কাছ থেকে মামলা যদি তুলে আনা না হয় তাহলে মিন্টুর বাড়ির ঘরে আগুন জ্বালিয়ে ছারখার করে দিবে।
তাই পুলিশ সদস্য মিন্টু সহ তাহার পরিবারের লোকজন খুবই অসহায় অবস্থায় আছেন।
তাই পুলিশ সদস্য মিন্টু সহ তাদের পরিবারের লোকজনদের কে সঠিক ভাবে নিরাপত্তা দিয়ে উল্লেখিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় প্রশাসনের সুদৃষ্ট কামনা জানিয়েছেন পুলিশ সদস্য মিন্টু ও তাহার পরিবারের লোকজন।
Leave a Reply