শিরোনাম :
চট্টগ্রামে নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে কোনো হকার বসলে উচ্ছেদ অভিযানসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। ধানের শীষে আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন উপলক্ষে বৈদ্যেরবাজারে যুবদলের বিজয় উৎসব ও ফুলেল শুভেচ্ছা বিনিময় চলো যায় পদ্মা বাঁচাই ,পদ্মার পানি বণ্টনের দাবিতে শিবগঞ্জে বি এন পি আয়োজনে বিশাল সমাবেশ ময়মনসিংহে শিয়ালের আক্রমণে নারী ও পুরুষ সহ আহত ২০ জন । পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনকে প্রার্থী না করায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ রিটা রহমানকে বিএনপির নমিনেশনের দাবিতে রংপুরে বিক্ষোভ হঠাৎ রেল লাইনের উপর ভেঙ্গে পড়ল ট্রেনের যন্ত্রাংশ , পাথরের আঘাতে আহত গেটম‍্যান ও পথচারীরা আটঘরিয়ায় পাটবীজ উৎপাদনকারি চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত সানজিদা ইসলাম তুলি: এক সাহসী বোনের আন্দোলন, এক জাতির বিবেকের জাগরণ শত বছরের পুরাতন পুকুর ভরাটে প্রশাসনের নীরবতা, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

কুষ্টিয়ায় নারী সাংবাদিকের সাথে অসংগত আচরনের প্রতিবাদে জামাত, বিএনপি ও চরমপন্থী সাংবাদিকদের বর্জনের ঘোষণা প্রেসক্লাবসহ ১০ সংগঠনের।

সাইফ উদ্দীন আল-আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৩৫ বার পঠিত

কুষ্টিয়া -১২-০৩-২০২১।।
কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিং এ এক নারী সাংবাদিকের সাথে অসংগত ও উদ্ধত্যপূর্ণ আচরনের প্রতিবাদে নারী বিদ্বষী সাম্প্রদায়িক, জামাত -বিএনপি পন্থী, চরমপন্থী, মাদকাসক্ত ও মাদক কারবারি, প্রতারণা কোম্পানি ইউনিপেটুইউ এর পাহারাদার, চরমপন্থী সন্ত্রাসীদের দোসর, চাঁদাবাজ, নারী কেলেঙ্কারি,সরকার ও প্রশাসন বিরোধী দূর্বৃত্ত, কথিত সাংবাদিকদের সামাজিকভাবে বয়কট ও বর্জনের ডাক দিয়েছেন জেলায় কর্মরত প্রথমসারির ১০টি সংগঠন। শুক্রবার সকালে কুষ্টিয়ার প্রেসক্লাব- কেপিসি এর কাঙ্গাল হরিনাথ মিলনায়তনে এই সিদ্ধান্ত নেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া, কুষ্টিয়া এডিটরস ফোরাম, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, কুষ্টিয়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, কুষ্টিয়া জেলা অনলাইন প্রেস ক্লাব, কুষ্টিয়া উইমেন জার্নালিস্ট এসোসিয়েশন, বাংলাদেশ রুরাল জার্নালিস্ট সোসাইটি, সাংবাদিক ঐক্যজোট, টেলিভিশন ক্যামেরা ও ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশন। প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, নবাগত পুলিশ সুপারসহ সরকার ও প্রশাসনকে বিতর্কিত করতে তারা পুলিশ সুপারের কার্যালয়কে বেছে নেয়। অতীতে তারা তাদের রাজনৈতিক চেতনা থেকে এই জেলার রাজনৈতিক নেতাসহ মুক্তযোদ্ধা জনপ্রতিনিধিদের চরিত্রহনন করেছে। মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের বিরুদ্ধে মিথ্যাচার করাই তাদের একমাত্র লক্ষ্য। গোয়েন্দা নজরদারীতে নিলেই তাদের সকল অপকর্ম এবং রাজনৈতিক আদর্শ কি তা বেরিয়ে আসবে। ইউনিপেটুইউ এর মুল হোতা মিঠু চৌধুরীর অর্থায়নে এই চক্রটি অতীতের মত আবারও সাংবাদিক হত্যার মিশনে মাঠে নেমেছে। শহরের তমিজউদদীন মার্কেট থেকে মাদক উদ্ধারের পর তারা বেসামাল হয়ে পড়েছে। এই মার্কেটের দোতালায় রাতভর মাদক সেবন ও মাদা বেচাকেনা চলে। গত সপ্তাহে RAB এই মার্কেটে অভিযান চালিয়ে মাদকসহ ১ জনকে আটক করতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com