মোঃ জহুরুল ইসলাম
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
আজ ১৭ আগস্ট রবিবার সকালে কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শৃঙ্খলার বার্তা ও পেশাদারিত্বের প্রতিচ্ছবি হিসেবে আয়োজিত এই প্যারেডে সালাম গ্রহণ ও পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের নিয়ে একটি সুসজ্জিত দল প্যারেডে অংশগ্রহণ করে। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব ফয়সাল মাহমুদ। পুলিশ সুপার প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হলে তাকে সশস্ত্র সালাম প্রদান করা হয়। এরপর তিনি একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের অভিবাদনের জবাব দেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান উপস্থিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে এক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি পুলিশ বাহিনীর মূল ভিত্তি হিসেবে শৃঙ্খলা এবং পেশাদারিত্বের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "একজন পুলিশ সদস্যের পরিচ্ছন্ন ও নির্ধারিত পোশাক তার ব্যক্তিত্ব ও বাহিনীর ভাবমূর্তি তুলে ধরে। তাই প্রত্যেককে ড্রেসরুলস্ মেনে চলতে হবে।
এছাড়াও, পুলিশ সুপার তার বক্তব্যে পুলিশ সদস্যদের স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও কর্মক্ষেত্রের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনগণের সাথে উত্তম ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশ-জনতার সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান। তিনি বলেন, "জনগণের সেবাই আমাদের প্রধান লক্ষ্য। আপনাদের উত্তম ব্যবহার পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও সম্মান বৃদ্ধি করবে।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এই মাস্টার প্যারেড পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও পেশাগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করেন সংশ্লিষ্টরা।