শাহিনুল ইসলাম লিটনঃকুড়িগ্রামে নিরাপদ ঈদ আনন্দ নিশ্চিত করনার্থে ঈদের ২য় দিনে বেপরোয়া গতিতে বাইক চালানোর দায়ে ৪৩ টি মোটরসাইকেলের মামলা, যথাযথ সরকারী কাগজপত্র বিহীন বাইক চালানোর জন্য ৫৯ টি মোটরসাইকেল আটক আটক করেছে কুড়িগ্রামের পুলিশ। ঈদের ২য় দিনে সড়কে শৃঙ্খলা, দূর্ঘটনা প্রতিরোধ ও কিশোরদের গ্যাং কালচার রোধে জেলায় দিনব্যাপী পুলিশ ১২৩১ টি যানবাহন সরেজমিনে চেক, কাগজপত্র যাছাই, হেলমেট ও অপ্রাপ্তবয়স্ক মোটরসাইকেল না চালানোর বিষয়ে সতর্কতা, সচেতনতার বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিয়েছে। একইসাথে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে বিভিন্ন জুয়ার সামগ্রী জব্দ করে পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকবৃন্দ যেন নিরাপদে পরিবার সহ বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারে, সকলে মিলে ঈদ আনন্দ করতে পারে, কেহই যেন দূর্ঘটনার শিকার না হোন, কেহই যে অসৎ সংগে মাদক গ্রহন না করেন, সেই অভীষ্ঠ অভিযাত্রায় নিজের ও পরিবারের ঈদ আনন্দকে তুচ্ছ করে নাগরিকসেবায় নিরন্তর প্রচেষ্ঠা অহর্নিশভাবে অব্যাহত রেখেছে কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যরা।
উল্লেখ্য যে, পবিত্র মাহে রমজানে মাসব্যাপী বিভিন্নভাবে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রমোশন ক্যাম্পেইন করা হয়েছে। জনসচেতনামূলক বিভিন্ন লিফলেট বিতরনসহ ফেসবুক পডকাস্ট ও মাইকিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।