সোহেল আহমেদ ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
জানা যায় গত ৯ নভেম্বর নারায়ণগঞ্জের সাইনবোর্ড- চাষারা লিংক রোডের জালকুড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন আন্ডার পাসের পাশে বাদশা এন্টারপ্রাইজের একটি কাভার্ডভ্যান অন্য একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহীর একজন রাসনা (১৭) নারী ছিটকে পড়ে যায়।
এ সময় কাভার্ড ভ্যানটি চাকা তার ডান পায়ের হাঁটুর উপর দিয়ে গেলে পা পিষ্ট হয়ে যায়। পরে পথচারীরা আহত রাসনা (১৭)কে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল সহ কয়েকটি হাসপাতালে নিয়েও রাসনার পা রাখা সম্ভব হয় নি । অবশেষে কেটে ফেলা হয়েছে রাসনার পিষ্ট হওয়া ডান পা।
আহত নারী রাসনার আত্মীয়-স্বজনরা জানান, রাসনার পরিবারে বাবা না থাকায় রাসনাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এখন কে নিবে পরিবারের দায়ভার।তারা জানান কাভার্ড ভ্যান ড্রাইভারের ভুল ড্রাইভিং এর কারণেই রাসনার পা কেটে ফেলতে হয়েছে।অদক্ষ চালকের কারনে প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আরো বাড়ানো উচিত বলে মনে করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান রবিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। এই সময় মোটরসাইকেলে আরোহী নারী গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার পা পিষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান দুটোই জব্দ করা হয়েছে।