শিরোনাম :
বগুড়ায় মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এএসপির সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের আলোচনা কিশোরগঞ্জ উপজেলা কে মডেল উপজেলা হিসেবে গড়তে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মত বিনিময় সভা অনুষ্ঠিত নভেম্বরে জেদ্দায় পঞ্চম বার্ষিক হজ সম্মেলন এবং প্রদর্শনী অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা জেলা গড়াইটুপি ইউনিয়ন সড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জামায়াতে ইসলামীর বিজয় রাজশাহী দুর্গাপুরে খাদ্যগুদাম থেকে নিম্নমানের চাল উদ্ধার ৩ জনকে বদলির পর মামলা বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই আসন্ন দূর্গাপূজা উপলক্ষে গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভা টাঙ্গাইলের ভূঞাপুরে ” ভূঞাপুর সাহিত্য আড্ডা”-এর অষ্টম পর্ব অনুষ্ঠিত গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভাঙনের থাবায় গলাচিপার পাকা সড়ক নদীগর্ভে, যোগাযোগ ব্যবস্থা হুমকিতে

কোটালীপাড়া দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা,বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা ও প্রতিবাদ ক্ষোভ প্রকাশ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পঠিত

ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ।

সংবাদ প্রকাশের জের ধরে গত মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সদরের পৌর মার্কেটের বড় ব্রিজের সামনে দৈনিক কালেরকণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান বুলু এবং দৈনিক যুগান্তর প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাতের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ করেছে।

গত ১০ আগস্ট কালের কণ্ঠ অনলাইনে কোটালীপাড়া উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাদ্দিন দাড়িয়ার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে মঙ্গলবার দুপুর ২টার দিকে কোটালীপাড়া পৌর মার্কেটের বড় ব্রিজ এলাকায় সাংবাদিক মিজানুর রহমান ও মেহেদী হাসনাতকে আটক করে হামলাকারীরা।

ঘটনার সময় মহিলাবিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাদ্দিন দাড়িয়া, চিতশী গ্রামের বারেক হাওলাদারের ছেলে বাসার হাওলাদার বাচ্চু, মুনসুর হাওলাদারের ছেলে মো. আজিজুল হক হাওলাদার এবং আ. রশিদ হাওলাদারের ছেলে মানিকুজ্জামান হাওলাদার সাংবাদিক মিজানুর রহমানকে এলোপাতাড়ি মারধর করে, অকথ্য ভাষায় গালাগাল দেয় এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। একপর্যায়ে তারা তার পকেট থেকে ৩০,০০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এই ধরনের বর্বরোচিত হামলা কেবল সাংবাদিকদের নিরাপত্তার ওপরই আঘাত হানে না, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপরও সরাসরি প্রভাব ফেলে। এটি গোটা জাতির জন্য কলঙ্কজনক এবং সংবাদপত্রের স্বাধীনতাকে স্তব্ধ করার স্পষ্ট চেষ্ঠা।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এক প্রেস বিবৃতিতে বলেন,আমরা দুই সাংবাদিকের উপর সংঘটিত এই নৃশংস, পরিকল্পিত এবং সহিংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকরা জাতির বিবেক; তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা আমাদের গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি, এবং সাংবাদিকদের উপর যে কোনো ধরনের সহিংসতা এই স্বাধীনতাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে। আমরা রাষ্ট্র ও প্রশাসনের প্রতি জোর আহ্বান জানাচ্ছি, যেন তারা দ্রুত হস্তক্ষেপ করে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে। একই সঙ্গে প্রশাসনকে প্রতিটি ক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে, সাংবাদিকরা নিরাপদে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে। এই ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি; তাই আমরা আশা করি, প্রশাসন দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করে এমন ঘটনায় ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধ করবে এবং সাংবাদিকদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন,সাংবাদিকরা জাতির বিবেক। তাদের ওপর হামলা শুধু ব্যক্তি নিরাপত্তার ওপরই নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত। আমরা দাবি জানাচ্ছি—কোটালীপাড়া উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাদ্দিন দাড়িয়ার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে তাকে চাকরিচ্যুত করা হোক। পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্র ও প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ কামনা করছি।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) রাষ্ট্র ও প্রশাসনের কাছে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর আহ্বান জানাচ্ছে। আমরা দাবি করছি, হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।

B.C.P.C প্রতিষ্ঠালগ্ন থেকে নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা আশা করি, রাষ্ট্র ও প্রশাসন সক্রিয় হস্তক্ষেপ করে হামলাকারীদের আইনের আওতায় আনে এবং সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com