বৃষ্টিতে ভেসেগেলেও কিছু বলার বা করার শক্তি নাই। একটিবারের জন্যও চিন্তা করা চাই যে, আমি কার জন্য নিজের জীবন বিসর্জন দিচ্ছি!
কিসের লোভে ,কিসের মোহে পড়ে আমি দুনিয়ার নেশার ঘোরে বিভোর হয়ে আছি , আমার সর্বশেষ গন্তব্য কোথায় ? আমি কি সারা জীবন বেচে থাকবো ? আমার উদ্দেশ্য কি ? আর আমি কি করছি কখনো কি একটু চিন্তা করে দেখেছি ।
এই মুহুর্তে মারা গেলে আমার পকেটের মোবাইল ,মানিব্যাগ ,ঘর বাড়ি আমার জামা কাপড় এমনি কি আমার আদরের স্ত্রী টা অন্যের হয়ে যাবে ।
কখনো কি একটু ভেবে দেখেছেন এই মুহুর্তে মারা গেলে আমি আমার রবের সামনে কি নিয়ে দাড়াবো ?
এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করার আপনার রব অনেক দয়ালু যতই পাপ করেন না কেনো আপনি বিশুদ্ধচিত্তে আপনার রবের কাছে তাওবা করুন আপনার রব ইনশআল্লাহ ক্ষমা করে দিবেন
আল্লাহ আমাদের সকলকে হেফাযত করুন এবং হেদায়েত দান করুন ( আমিন)
Leave a Reply