কয়েকদিনের টানা তাপদাহের পর অবশেষে কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টির দেখা পেলো রাজধানীবাসী।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীতে শুরু হয়েছে এ কালবৈশাখী ঝড়। তারপর শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির সাথে যেন মিতালি করে ধরাতে নেমে এসেছে শিলা। যা এখনও অব্যাহত রয়েছে।
আবহাওয়া অধিদফতর বলেছিলো, মে মাসের শুরুতেই বৃষ্টি বাড়বে ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকায়।
এদিকে, গত দুই সপ্তাহ ধরেই তীব্র গরম আর বৃষ্টিহীনতায় নাকাল দেশবাসী। সাত বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হওয়ার পর এই অবস্থার অবসানের প্রতীক্ষায় অধীর আগ্রহে অপেক্ষায় ছিলো মানুষ।
Leave a Reply