দিনাজপুরের খানসামা উপজেলায় দ্রুতগামী মটরসাইকেল-নসিমন সংঘর্ষে চাপায় নাসিম ইসলাম (২০) নামে এক মোটরসাইকেল চালক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে নাজমুল (২০)নামে আরেক মোটরসাইকেল আরোহী।
রবিবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধা ছয়টার দিকে খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়নের তাতীপাড়া সামনের সড়কে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত নাসিম উপজেলার আংগারপাড়া ইউনিয়নের গুন্দুশাহপাড়া জসিম উদ্দিনের তৃতীয় ছেলে এবং আহত নাজমুল একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সন্ধার দিকে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের সামনে লাইসেন্স বিহীন একটি নসিমনের সাথে দ্রুতগামী মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়ে গিয়ে ১জন গুরুতর আহত ও অপরজন হালকা আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিমকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে ওসি শেখ কামাল হোসেন জানান, দুর্ঘটনা বিষয়ে পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত দুই দিনে উপজেলায় আরও দুই সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হন।
Leave a Reply