দিনাজপুরের খানসামায় যথাযোগ্য মর্যাদায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে।
আজ রবিবার (৭ই মার্চ) পাকেরহাটস্থ খানসামা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালায়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মাল্যদান, শ্রদ্ধাঞ্জলী অর্পণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
খানসামা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা আহমেদ শাহ এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় ৭ই মার্চের উপর তাৎপর্যপুর্ণ বক্তব্য রাখেন খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, মেরাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজুল হক সরকার, জাকারিয়া চৌধুরী, আকতার হোসেন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জীতেন্দ্রনাথ রায়, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রায়, দিনাজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শেখ রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ননী গোপাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য রেজাউল করিম সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।