দিনাজপুরের খানসামা উপজেলার আঞ্চলিক সড়কে বেপরোয়া ভাবে গাড়ি চলাচলের কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় এর প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
“পথ যেনো না হয় মৃত্যুর,
পথ যেনো শান্তির” এই স্লোগানকে সামনে রেখে আজ ২০ ই মার্চ শনিবার উপজেলার সকল সেচ্ছাসেবী সামাজিক সামাজিক সংগঠন এর আয়োজনে গ্রামীণ শহর পাকেরহাটে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মানববন্ধন হয়।এসময় উপস্থিত ছিলেন সকল সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ,সাধারণ শিক্ষার্থী,শিক্ষক,সাংবাদিক,লেখকসহ সর্বস্তরের মানুষ।
অদক্ষ ও লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন,স্পিড ব্যাকার স্থাপন ও সড়ক সরলীকরণের দাবীতে মানব বন্ধনে বক্তব্য রাখেন,,,
সড়ক দূর্ঘটনায় নিহত নাসিমের বড় ভাই নবাব হোসেন,শিক্ষক ইমরান চৌধুরী,আব্দুর রহমান রাজু,মানিক রায়,রুবেল ইসলাম, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন রক্তবিন্দু’র সভাপতি ও খানসামা উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এস এম রকি,মানব কল্যাণ সেবা সংঘের প্রকাশনা সসম্পাদক জাহাঙ্গীর অালম,মানুষ মানুষের জন্য’র সোহাগ ইসলাম, রক্তবিন্দু’র জে আর জামান,ওয়ার্ক ফর দ্যা হেল্পলেস এর সাধারণ সম্পাদক শাকিল ইসলাম, রক্তের বন্ধনের বিজয় শংকর রায়, সমাজকল্যাণ ফাউন্ডেশনের খায়রুল, সাধারণ শিক্ষার্থী হাবিবুর রহমান ও মুবতাসিম ফুয়াদ সহ আরো অনেকে।
“মানুষ মানুষের জন্যে” সংগঠনের সভাপতি আব্দুর রহমান লিটন তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং প্রশাসন ও পুলিশসহ সকল প্রতিষ্ঠানকে কার্যকরী ভূমিকা রাখতে জোর দাবি জানান।
নিরাপদ সড়ক বাস্তবায়নে করনীয় বিষয়ে কয়েকদফা দাবি পেশ করে স্মারকলিপি প্রদান ও লিফলেট বিতরণসহ ৩দিন ব্যাপী কর্মসূচী ঘোষণা করেন তিনি।
উল্লেখ্য, গত চার মাসে কলেজ ছাত্র ও ইপিজেড কর্মীসহ খানসামা উপজেলায় সড়ক দূর্ঘটনায় ৬জন নিহত হয়েছে।
Leave a Reply