মোঃ ইদু খান স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে একটি ট্রলার সন্দেহ হলে টহলরত নৌ-পুলিশের পিছু নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু বহনকারী ট্রলারের গতি বাড়িয়ে দেয়। পরে ধাওয়া করে ওই নদীর নাওটানা নামক স্থান থেকে চারটি গরুসহ নৌকা ও চোর চক্রের দুই সদস্যকে আটক করে নৌ-পুলিশ।
খালিয়াজুরীর লেপসিয়া নৌ-পুলিশে ইনচার্জ মো. আব্দুল সালাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসবাদে আটককৃত ব্যক্তি গরুগুলো সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেরিকান্দা গ্রামের কাজী হোসেন মিয়ার ছেলে মোঃ লিটন মিয়ার বলে জানিয়েছে। গরুগুলো মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা- এমন প্রশ্নে নৌ-পুলিশের ইনচার্জ আব্দুস সালাম বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়ের সম্পন্ন শেষে আটক জুয়েল মিয়াকে জেলা আদালতে পাঠানো হবে।
আলদালত থেকে গরুর মালিক উপযুক্ত প্রমাণ দিয়ে নিজ হেফাজতে আনতে পারবেন বলে জানান তিনি। স্থানীয় লোকজনসহ দেশের বিভিন্ন জেলার নৌ পথে যাত্রীদের সাথে কথা বললে তারা বলেন, গত চলতি বছরে খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে বিভিন্ন সময়ে অভিযান করে অবৈধভাবে মাছ মারা উচ্ছেদ, অবৈধভাবে বালু উত্তোলন উচ্ছেদ, চোরাই গরু উদ্ধার, এছাড়াও নৌ পথে মানুষকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছেন খালিয়াজুরী উপজেলার লেপসিয়া নৌ ফাঁড়ি পুলিশ ইনচার্জ আব্দুস সালামসহ নৌ পুলিশ সদস্যরা।