শিরোনাম :
কসবা–আখাউড়া আসনে বিএনপির হাল ধরলেন মশিউর রহমান কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে বিদেশী পিস্তল, গুলি ১২ কেজি গাজা উদ্ধার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজন গ্রেফতার খুশি চরফ্যাশন ও মনপুরা সাধারণ জনগণ গলাচিপায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা না রহস্য? ভোলা জেলা ৪টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত। বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ রাজশাহীর ছয়টি আসনের দুটিতে নতুন মুখ, চারটিতে প্রবীন রাজনীতিবিদ কথা-কবিতা-গান-সম্মাননায় সাউন্ডবাংলার অনবদ্য আয়োজন অনুষ্ঠিত আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতায় পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম

খুশি চরফ্যাশন ও মনপুরা সাধারণ জনগণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

মোঃনূরনবী হাওলাদার সিনিয়র রিপোর্টার,মনপুরা।

বাংলাদেশ ক্রাইম সংবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা। দেশের(২৩৫আসল)  বিএনপি প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেন। এ সময় ভোলা-৪ আসন থেকে নূরুল ইসলাম নয়নকে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেন তিনি।এদিকে মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গে মনপুরা উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইতে শুরু করে। শুরু হয় একে অপরের সঙ্গে আলিঙ্গন। মনোনয়ন পাওয়ার পরে, যোগাযোগ মাধ্যমে মোঃনুর ইসলাম নয়ন দলীয় নেতাকর্মী সহ  নাজিমুদ্দিন আলম এর বাসায় আসে আলম কে বাসায় না পেয়ে ফোনে যোগাযোগ করে আলম বলেন। আমি এখন বাসায় নেই। ভোলা জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য মনপুরা উপজেলা  বিএনপির সিনিয়র সহ-সভাপতি  ডাক্তার কামাল উদ্দিন বলেন। দলের হাই কমন যেমন ত্যাগী নেতাকর্মীকে মূল্যায়ন করা হয়েছে। তারই অংশ হিসেবে মনপুরা উপজেলা ত্যাগী পরিশ্রমিক জনপ্রিয়তা নেতাকর্মীদেরকে মূল্যায়ন করা হবে। আলম নয়ন ভাই ভাই ধানের শীষে ভোট চাই। মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা বলেন, মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন।ধন্যবাদ জানান প্রিয় বিএনপি সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। চরফ্যাশন মনপুরার দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতীক জনাব মোঃ নুরুল  ইসলাম নয়ন ভাইকে মনোনয়ন দিয়ে চরফ্যাশন মনপুরা বাসিকে ঋণী করছেন আগামী নির্বাচনে ব্লাড বিপ্লবের মধ্যে দিয়ে চরফ্যাশন মনপুরা সাধারণ জনগণ এই ঋণ পরিশোধ করবেন ইনশাআল্লাহ ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দীন আহমেদ মোল্লা বলেন, মনপুরা উপজেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপির হাইকমেন্ড সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুবদলের সাংগঠনিক অভিভাবক মোঃ তারেক রহমানকে । চরফ্যাশন ও মনপুরার মাটি ও মানুষের নেতা জনাব মোঃ নুরুল ইসলাম নয়ন ভাইকে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় যুক্ত করে তারেক রহমানকে উপহার দিবেন। মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২নং হাজীরহাট ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্‌ আব্দুল মান্নান হাওলাদার বলেন, “আলম ভাইয়ের গ্রুপ এবং নয়ন ভাইয়ের গ্রুপের মধ্যে কোনো বিরোধ নেই। আমরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ধানের শীষের পক্ষে নির্বাচন করব।” তিনি আরও বলেন, “দলের স্বার্থে, জাতির স্বার্থে আমাদের কারও সঙ্গে কোনো বিরোধ নেই। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি—সবাই যেন ধানের শীষের পক্ষে ভোট দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ভাইকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চরফ্যাশন-মনপুরাবাসীর পক্ষ থেকে এ আসনটি উপহার দিতে পারি, ইনশাআল্লাহ।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com