
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড’ বা ‘বিশ্বের স্মৃতি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে সংস্থাটির মহাপরিচালক ইরিনা বোকোভা এক বিজ্ঞপ্তিতে, ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্বালাময়ী ওই ভাষণটিকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ (প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে ঘোষণা করেন।
জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউনেস্কোর প্রোগ্রাম অফিসার আফসানা আইয়ুব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রতিবছর অডিও ও ভিজ্যুয়াল রেকর্ডের জন্য ইউনেস্কোর পক্ষ থেকে বৈশ্বিক তালিকা করা হয়। ৭-মার্চের দিন বিকেল ৩-ঘটিকা হইতে রাত ১০টা পর্যন্ত চলে অনুষ্টান শহীদ মিনার চত্বরে। আয়োজনে জামালপুর জেলার মেলান্দহ থানা পুলিশ। অনুষ্টানটির শুরেতেই ৭-পাউন্ডের এক কেক কেটে উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার নেতৃবৃন্দ । উক্ত অনুষ্টানে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭-মার্চ ভাষনের উপর বক্তব্য রাখেন মমিন ফারাজী, বাংলাদেশ আওয়ামীলীগ মেলান্দহ পৌর সভাপতি আসাদুল্লাহ ফারজী, বাংলাদেশ আওয়ামীলীগ মেলান্দহ উপজেলা শাখার সাধারন সম্পপাদক মো: জিন্নাহ, সভাপতি মোহা: আলী জিন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিন, উপজেলা চেয়ারম্যান ইংজিনিয়ার কামরুজ্জামান, অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলামের সভাপতিত্বে আরোও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্টানটি সন্চলনায় ওসি তদন্ত মো: আব্দুল মজিদ । বাংলাদেশ পুলিশ মেলান্দহ থানার সৌজন্যে উক্ত ৭-মার্চ অনুষ্টানে মেলান্দহ উপজেলার সন্মমানিত মূক্তি যোদ্ধা বৃন্দ, বুদ্ধিজিবী, সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্টান হয়েছে।
 
                                                
Leave a Reply