ওয়াজেদ নয়ন মাদারগঞ্জ প্রতিনিধি।
জামালপুর- মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের ভিক্টিম আঃ রাজ্জাক (৩৬) আনুমানিক পিতা মোঃ সামাদ মন্ডল, পোস্ট গুনারীতলা, উপজেলা মাদারগঞ্জ,জেলাঃ জামালপুর। আরেকটি বিয়ে করে স্ত্রী জানতে পারায় গত ১৯/০৭/২৫ইং তারিখে আঃ রাজ্জাকের স্ত্রী মোছাঃ শিল্পী আক্তার (শিউলি) পিতাঃ শরীফ শেখ,গ্রামঃ চর বয়ড়া,পোস্ট রায়ের ছড়া, উপজেলা-মাদারগঞ্জ,জেলা-জামালপুর কে কথবলথন নিয়ে মারধরের ঘটনায় সাথে শ্বাশুড়ি আয়শা বেগম, দেবর রাসেল,ভাসুর আসাদ সবাই মিলে শিল্পী আক্তার (শিউলি) কে বেপক ভাবে মারধর করে এ সময় গর্ভবতী শিউলির পেটে লাথি, কিল, ঘুসি মারায় ব্লেডিং হতে থাকে এমতা অবস্থায় দ্রুত সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয় আস্তে আস্তে কিছুটা ব্যথা মুক্ত হলেও পেটের ভিতরে নবজাতক পিষ্ট হয়ে যায়।
কিছু দিন চলতে থাকার পর গতকাল ১৬/১১/২৫ইং তারিখে প্রচুর ব্যথা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গতকাল রবিবার বেলা ১২ঘটিকার সময় প্রসব করে এতে ভুক্তভুগী জানায় বাচ্চাটি মৃত ও চেপ্টা ও থেঁতলে যাওয়া বাচ্চা দেখতে পাওয়া যায়।গণমাধ্যম কর্মীদের কে জানায় আমার ঐরকম কোন প্রভাবশালী মানুষ না থাকায় আমাদেরকে বেপক খারাপ দুর্ব্যবহার করে আসছে।
শিউলি আরো জানায় আমার এই শিশুকে মেরেফেলা ও নারী নির্যাতনের বিচার চাই প্রশাসনের কাছে রাষ্ট্রের কাছে। এই জামাই ও শ্বশুর বাড়ির সাথে আগেও নির্যাতনের জেরে নারী নির্যাতন একটি মামলাও করা হয়।