খন্দকার জলিল জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভা এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্প্রসারণ প্রশাসনিক ভবনের হল রুমে ইউএনও মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ওসি তদন্ত মো. জিলন সিকদার, সহকারী কমিশনার (ভূমি), রেঞ্জ কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, ফায়ার সার্ভিস প্রতিনিধি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা।
সভায় বক্তারা বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস জাতির গৌরবের দিন। দিবসটি ঘিরে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো, দেশপ্রেম জাগ্রত করা এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান করার পরামর্শও দেওয়া হয়।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে বক্তারা গভীর শোক প্রকাশ করে বলেন, ১৯৭১ সালের শেষ সময়ে বুদ্ধিজীবীদের নির্মম হত্যা ছিল এই জাতির মেরুদণ্ডে আঘাত। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে এবং বুদ্ধিজীবীদের দেশপ্রেম, ন্যায়-সচেতনতা ও মানবিকতার আদর্শ অনুসরণ করতে হবে। বক্তারা উল্লেখ করেন, বুদ্ধিজীবী দিবস শুধু স্মরণ নয়—অন্যায় ও অন্ধকারের বিরুদ্ধে প্রতিরোধের প্রতিজ্ঞার দিন।
সভায় সিদ্ধান্ত হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও নিরাপত্তার মধ্য দিয়ে পালন করবে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হবে।
জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়। সচেতন নাগরিক, জনপ্রতিনিধি এবং সংবাদমাধ্যমকে সহযোগিতার আহবান জানানো হয়।
গলাচিপার চলমান সড়ক উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন ইউএনও। তিনি বলেন, “উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন হলে জনগণের ভোগান্তি কমবে এবং নির্বাচনকালীন চলাচল আরও সহজ হবে।”
সভায় পানপট্টি–গলাচিপা ইউনিয়নের সংযোগ সেতু ভেঙে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টিও গুরুত্ব পায়। বর্তমানে শিক্ষার্থীসহ হাজারো মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জরুরি ভিত্তিতে সেতুটি সংস্কারের আশ্বাস দেন।
এছাড়া নির্বাচন পূর্ব সময়ে প্রয়োজন ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটিতে না যাওয়ার নির্দেশও প্রদান করেন ইউএনও মাহমুদুল হাসান।