খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার শাহআলমকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। ২৪ জুলাই বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী এলাকা থেকে তাকে আটক আজ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সরদার শাহআলমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ঘুষ, দুর্নীতি, থানায় দালালি এবং সালিশ বানিজ্যের অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, তিনি একসময় থানার নানা বিষয়ে প্রভাব বিস্তার করতেন। তার কথায় থানায় মামলা গ্রহণ ও প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হতো। সালিশের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করলেও তা ফেরত দিতেন না বলে অভিযোগ রয়েছে।
সরকার পরিবর্তনের পর তিনি আত্মগোপনে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে ফেজবুকে বিভিন্ন পোস্ট করে সক্রিয় থাকার চেষ্টা করেন। আ,লীগ ক্ষমতায় থাকা কালীন সময়ে তার দাপটে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পেত না।
পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত একটি মামলায় সরদার শাহআলমের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্তৃত তদন্ত অব্যাহত রয়েছে। আরও কোন অভিযোগ পাওয়া গেলে সেগুলোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
স্থানীয়দের ভাষ্যমতে, আ,লীগ ক্ষমতায় আসার আগে সরদার শাহআলমের তেমন কোনো সম্পদ ছিল না। তবে দল ক্ষমতায় আসার পর তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হন। তিনি নিজে পুরনো বাসায় থাকলেও আত্মীয়-স্বজনদের নামে এনজিও খুলে সম্পদ গোপন রাখার চেষ্টা করেছেন। এসব বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে আরও তথ্য বেরিয়ে আসবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন।