খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
ইসলামী আন্দোলন বাংলাদেশ, গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে আজ ৫ আগস্ট (মঙ্গলবার) গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে গলাচিপা পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর হাতপাখা প্রতীকের গলাচিপা-দশমিনা এলাকার সম্ভাব্য প্রার্থী মুফতী আবুবকর সিদ্দিক। র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও সাধারণ মুসল্লিরা।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী আবুবকর সিদ্দিক বলেন, “গণঅভ্যুত্থান দিবস ইসলামী আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামি শাসন ব্যবস্থা কায়েমে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।” পরে র্যালিটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
Leave a Reply