শিরোনাম :
বগুড়ায় মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এএসপির সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের আলোচনা কিশোরগঞ্জ উপজেলা কে মডেল উপজেলা হিসেবে গড়তে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মত বিনিময় সভা অনুষ্ঠিত নভেম্বরে জেদ্দায় পঞ্চম বার্ষিক হজ সম্মেলন এবং প্রদর্শনী অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা জেলা গড়াইটুপি ইউনিয়ন সড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জামায়াতে ইসলামীর বিজয় রাজশাহী দুর্গাপুরে খাদ্যগুদাম থেকে নিম্নমানের চাল উদ্ধার ৩ জনকে বদলির পর মামলা বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই আসন্ন দূর্গাপূজা উপলক্ষে গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভা টাঙ্গাইলের ভূঞাপুরে ” ভূঞাপুর সাহিত্য আড্ডা”-এর অষ্টম পর্ব অনুষ্ঠিত গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভাঙনের থাবায় গলাচিপার পাকা সড়ক নদীগর্ভে, যোগাযোগ ব্যবস্থা হুমকিতে

গলাচিপায় খাল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার পঠিত

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজের চারদিন পর সোহেল প্যাদা (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে আমখোলা ইউনিয়নের জাহাঙ্গীর হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে অবস্থিত পাঙ্গাসিয়া খালের কচুরিপানার ভেতরে তার লাশ পাওয়া যায়।

নিহত সোহেল উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি দেলোয়ার প্যাদা ও ঝুমুর বেগমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট সোহেল তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যান। পরদিন (২৬ আগস্ট) একাই বাড়ি ফিরে আসেন। রাতে পিতার ঘরে খাবার খেয়ে নিজের বসতঘরে ঘুমাতে যান। বুধবার সকালে মা ঝুমুর বেগম ছেলেকে ডাকতে গিয়ে সামনের দরজা বন্ধ আর পিছনের দরজা খোলা দেখতে পান। এ সময় ঘরের ভেতরে পড়ে থাকা বাটন ফোন ভাঙ্গা এবং টাচ্ ফোন চার্জে বসানো দেখতে পেয়ে তিনি চিন্তিত হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

সোহেলের স্ত্রী রুবিনা বেগম জানান সোমবার সে তার স্বামীকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যান। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সে একা বাড়িতে চলে আসেন। আমি বুধবার সকালে এসে তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকি।

এদিকে বুধবার থেকেই সোহেলের কোনো খোঁজ না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে। শুক্রবার সকালে স্থানীয়রা পাঙ্গাসিয়া খালের পাড়ে সোহেলের নিজের ঘরে থাকা মাছ ধরার পল্লা এবং অজানা একটি জালি ফ্যান ও কিছু বৈদ্যুতিক তার বস্তাবন্দি দেখতে পেয়ে খোঁজ শুরু করে। পরে কচুরিপানার মধ্যে তার লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা।

খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করে।

এ সংক্রান্তে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।

লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী প্রেরন করা হয়েছে। তবে রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত্যুর সঠিক কারন জানা গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেলের সঙ্গে এলাকার কিছু লোকের পূর্ব থেকে বিরোধ ছিল। তবে তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হঠাৎ সোহেলের মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com