খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিরাতুন্নবী (সা.) মাহফিল। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় গলাচিপা সরকারি কলেজ অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো মা-বোনের সমাগমে অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা-দশমিনা নির্বাচনী আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মোঃ শাহ আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ২৪ ঘণ্টায় কুরআন শিক্ষা পদ্ধতির উদ্ভাবক শাইখ মাওলানা মোঃ জামাল উদ্দিন।
এ সময় বক্তারা কোরআন ও হাদিসের আলোকে রাসূলুল্লাহ (সা.) এর জীবনাদর্শ, সামাজিক ও নৈতিক শিক্ষা এবং দ্বীন প্রচারে নারীদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করেন।
মাহফিলে বক্তারা পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয় এবং আসন্ন নির্বাচনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়েও বক্তব্য প্রদান করেন।
Leave a Reply