শিরোনাম :
গলাচিপায় নদী ভাঙনে সড়ক বিলীন হওয়ার শঙ্কায় মানববন্ধন বিজিএমইএ ও স্ট্যানলি স্টেলার বৈঠক: টেকসই উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতায় অঙ্গীকার রাঙ্গাবালীতে দশ দিনব্যাপী আনসার-বিডিপি প্রশিক্ষণ চলছে রাজনৈতিক সমঝোতার সংকটে বাংলাদেশ—অর্থনীতি ও জনআস্থা কোথায় দাঁড়িয়ে বগুড়ায় মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এএসপির সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের আলোচনা কিশোরগঞ্জ উপজেলা কে মডেল উপজেলা হিসেবে গড়তে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মত বিনিময় সভা অনুষ্ঠিত নভেম্বরে জেদ্দায় পঞ্চম বার্ষিক হজ সম্মেলন এবং প্রদর্শনী অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা জেলা গড়াইটুপি ইউনিয়ন সড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জামায়াতে ইসলামীর বিজয় রাজশাহী দুর্গাপুরে খাদ্যগুদাম থেকে নিম্নমানের চাল উদ্ধার ৩ জনকে বদলির পর মামলা বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই

গলাচিপায় নদী ভাঙনে সড়ক বিলীন হওয়ার শঙ্কায় মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মুসুরি কাঠি গ্রামের ভেরী বাঁধ সংলগ্ন পাকা সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রায় দুই বছর আগে ভাঙন শুরু হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না নেওয়ায় আজ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমখোলা বাজারের দক্ষিণ পাশ দিয়ে প্রায় এক চতুর্থাংশ কিলোমিটার রাস্তার অর্ধেক অংশ ইতোমধ্যে নদীতে ধসে পড়েছে। ফলে বাস, ট্রাকসহ সকল যানবাহন চলাচলে দেখা দিয়েছে চরম ভোগান্তি।

গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলা থেকে পটুয়াখালী জেলা সদরে যাওয়ার একমাত্র এই সড়ক যেকোনো সময় সম্পূর্ণ ভেঙে গিয়ে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

জনমনে আতঙ্ক
নদীপাড়ে বসবাসরত মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম আতঙ্ক। বর্ষা মৌসুমে বৈরী আবহাওয়া বা ঘূর্ণিঝড় দেখা দিলে পুরো রাস্তাটি ভেঙে গেলে ফসলি জমি, মানুষের বসতি ও গবাদি পশু মারাত্মক ক্ষতির মুখে পড়বে। ভাঙনের কারণে দিন দিন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা।

অভিযোগ ও প্রশ্ন
স্থানীয়রা অভিযোগ করে বলছে, ভাঙন রোধে আগে গাইড ওয়াল নির্মাণ করা হলেও তা কোনো কাজে আসছে না। কারণ নদীর তলদেশ সরে গেলে কেবল উপরের গাইড ওয়াল দিয়ে ভাঙন ঠেকানো সম্ভব নয়। ভুল পরিকল্পনার কারণে সরকারের কোটি কোটি টাকা পানিতে ভেসে যাচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। জনমনে প্রশ্ন উঠেছে—বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই কেন এমন প্রকল্প হাতে নেওয়া হলো?

মানববন্ধন ও দাবি
ভাঙনের তীব্রতায় ক্ষুব্ধ হয়ে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে আমখোলা ইউনিয়নের শত শত সাধারণ মানুষ মানববন্ধন করেছেন। তাদের দাবি, দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক, অন্যথায় পুরো সড়ক বিলীন হয়ে গেলে গলাচিপা ও রাঙ্গাবালীর হাজারো মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

জরুরি উদ্যোগ প্রয়োজন
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া ভাঙন প্রতিরোধ সম্ভব নয়। স্থানীয়দেরও দাবি—এ ঘটনায় জরুরি ভিত্তিতে তদন্ত করে কার্যকর ও টেকসই প্রকল্প হাতে নেওয়া উচিত। নইলে শিক্ষা, চিকিৎসা ও অর্থনীতিসহ সব খাতের ওপর এর বিরূপ প্রভাব পড়বে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com