খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় ভয়াবহ এক ডাকাতির ঘটনা ঘটেছে। ২৩ আগস্ট শনিবার ভোর রাত চারটার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় শ্যামল পোদ্দার (৫৫) এর বাড়িতে এ ঘটনা ঘটে।
এসময় সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতের খাবারের পর শ্যামল পোদ্দার, তার স্ত্রী শিপ্রা ও মেয়ে ঘুমিয়ে পড়েন।
রাত ৩টার দিকে হঠাৎ শব্দ শুনে তাদের ঘুম ভেঙে গেলে কিছু দেখতে না পেয়ে আবার ঘুমিয়ে যান তারা। পরে রাত ৪টার দিকে ৩-৪ জন মুখোশধারী ডাকাত রান্নাঘরের টিন কেটে এবং পেছনের দরজার খিল খুলে ঘরে প্রবেশ করে। এরপর তারা মূল দরজার চৌকাঠ কেটে এবং বেড রুমের ছিটকানি ভেঙে ভেতরে প্রবেশ করে।
ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে শ্যামল পোদ্দার ও তার স্ত্রীকে জিম্মি করে আলমারির তালা খুলতে বাধ্য করে। এতে তারা তিনটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল লুট করে নিয়ে যায়।
স্বর্ণালংকারের পরিমাণ প্রায় সাড়ে চার ভরি এবং নগদ টাকার পরিমান সঠিক করে বলতে পারছেন না।
ঘটনার সময় ভুক্তভোগী পরিবারের লোকজন ডাক চিৎকার করলে ডাকাতরা তাদের হত্যার হুমকি দেয়, ফলে ভয়ে, আতঙ্কে কেউ মুখ খুলতে সাহস পায়নি। তাৎক্ষনিক ভাবে ডাকাত দলের কাউকে তারা সনাক্ত করতে পারেননি।
খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রাতের বেলা নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি তুলেছেন তারা।
গলাচিপা থানা পুলিশ জানায়, বর্তমানে পৌর এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে ভোররাত ও গভীর রাতে পুলিশের মোবাইল টিম বিভিন্ন পয়েন্টে আরও বাড়ানো হবে। এছাড়া অপরাধ দমনে সন্দেহজনক ব্যক্তিদের নজরদারিতে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি উপস্থিতি আরও বাড়ানো হবে।
Leave a Reply