খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডের মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন এর নির্দেশ মোতাবেক গলাচিপা উপজেলা বিএনপির পক্ষ থেকে শুক্রবার (২৫ জুলাই) আসর নামাজ শেষে গলাচিপা পৌরসভার তহশিল জামে মসজিদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মরহুম রিচার্ডের পিতা গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় রিচার্ডের পিতা সিদ্দিকুর রহমান বলেন, “মৃত্যু মানুষের হাতে নয়, আল্লাহর ইচ্ছাতেই নির্ধারিত হয়। কার কখন কোথায় কিভাবে মৃত্যু হবে তা আল্লাহ পূর্বেই লিখে রেখেছেন। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ছেলেকে চিকিৎসা দিয়ে বাঁচাতে, কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই করার নেই।” তিনি আরও বলেন, “আমি কারও শোক প্রকাশ চাই না, ধৈর্য ধারন করে শুধু আমার সন্তানের রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাই।”
প্রসঙ্গত, মুশফিকুর রহমান রিচার্ড গত ২১ জুলাই মৃত্যু বরন করেন। তিনি একজন সৎ, উদ্যমী লেখক ও মানবিক এবং উদার মনের মানুষ হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয় ছিলেন। অকাল মৃত্যুতে তার পরিবার, রাজনৈতিক অঙ্গন এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।