খন্দকার জলিল - স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গলাচিপা পটুয়াখালী এর উদ্যোগে গলাচিপা উপজেলার দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১১টি করে ফলের চারা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে আম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, লেবু এবং ১টি করে নিম গাছের চারা দেয়া হয়েছে বলে জানা যায়।
বুধবার (২১মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরন উদ্বোধন করেন।
গলাচিপা উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির অফিস কক্ষের সামনে থেকে এ চারা বিতরন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার ও সহকারী পরিচালক ফারুক হোসেন, পটুয়াখালী জেলা ইউনিট যুব প্রধান মো: যুবায়েত হোসেন নাসিম, গলাচিপা উপজেলা ইউনিট টিম লিডার মোঃ ফিরোজ মাহমুদসহ ইউনিটের অন্যান্য সদস্যরা।
গাছের চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি মাহমুদুল হাসান বলেন ফলজ বৃক্ষ রোপনের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে অন্যদিকে পরিবারের পুষ্টির চাহিদাও পূরন হবে। তিনি আরও বলেন চারা শুধু লাগিয়ে রাখলেই চলবে না নিজেদের রক্ষনাবেক্ষন এবং পরিচর্চা করতে হবে।