খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা নির্মাণ ও রং করার কাজ জোরেশোরে চলছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা মিলে প্রায় ১৮ থেকে ২০টি পূজা মণ্ডপে এ মহোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে গলাচিপা পৌরসভার কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির, পোদ্দার বাড়ি, দাস বাড়ি, সাহা বাড়ি উল্লেখযোগ্য। পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও আরও ১৫ থেকে ১৬টি মণ্ডপে পূজা উদযাপিত হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিটি মণ্ডপে প্রতিমা নির্মাণ থেকে শুরু করে পূজার যাবতীয় আয়োজন সম্পন্ন করতে ব্যয় হচ্ছে প্রায় ১ লাখ ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। মণ্ডপ কমিটির সদস্যরা জানান, প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে, আর পূজা উপলক্ষে চারপাশে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী পূজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ বনিক বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও আমরা পূজার সব আয়োজন অত্যন্ত যত্নের সঙ্গে এগিয়ে নিচ্ছি। প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজে কোনো ঘাটতি রাখিনি। আমরা আশা করছি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে পারব।”
অন্যদিকে সাধারণ সম্পাদক তাপস দত্ত জানান, “দুর্গোৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক মিলনমেলারও একটি দৃষ্টান্ত। এ উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। পূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সে জন্য আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।”
আগামী দিনগুলোতে পূজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবেন বলে প্রত্যাশা করছে স্থানীয় পূজা উদযাপন কমিটি।
Leave a Reply