শিরোনাম :
ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় দুপুরে লাগা আগুন রাত ১০টার দিকেও নিয়ন্ত্রণে আসেনি। মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক আটক ফরিদগঞ্জে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির বেপারীর পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ। ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম মিল্টনের বিশাল শোডাউন “শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী অফিসার এসআই জিয়াউর রহমান…. নীরব নায়ককে সম্মাননা দিলেন পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম” গলাচিপায় শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা গাজীপুরে ৩৬ বছর বয়সে এইচএসসি পাশ করলেন ইউপি সদস্য হাফেজ শামীম মৃধা। যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পাসের হার একেবারে নিচের দিকে নেমে এসেছে: পাসের হার ৫০,২০ শতাংশ

গলাচিপায় শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার পঠিত

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় তুরস্ক স্কুলের শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ ও প্রেরণামূলক বক্তব্য প্রদান করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে তিনি তুরস্ক স্কুলে শিক্ষার্থীদের হাতে আইডি কার্ড তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সমাজসেবামূলক কাজে অংশ নিতে হবে। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও পরিশ্রমী করে, শরীর ও মনকে সতেজ রাখে, আর সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে সৃজনশীল করে তোলে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করাই লক্ষ্য হওয়া উচিত নয়; বরং তাদের সৎ, দায়িত্বশীল ও নৈতিকভাবে দৃঢ় নাগরিক হিসেবে গড়ে ওঠার মানসিকতা থাকতে হবে। একটি সুন্দর বাংলাদেশ গঠনে তোমাদের ভূমিকা অপরিসীম।”

জেলা প্রশাসক জানান, প্রশাসনের পক্ষ থেকে গলাচিপা উপজেলার স্কুল ও কলেজ পর্যায়ে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, দলগত চেতনা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে। এজন্য স্কুল পর্যায়ে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হবে।”

শিক্ষকদের উদ্দেশেও জেলা প্রশাসক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “শিক্ষকরা শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকবেন না; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষকরা সমাজের পথপ্রদর্শক, তাই তাদের মাধ্যমে একটি আদর্শ প্রজন্ম গড়ে ওঠে।”

আইডি কার্ড বিতরণ শেষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি স্বপ্ন দেখার আহ্বান জানান। অনুষ্ঠানস্থলে উপস্থিত শিক্ষক ও অভিভাবকেরা জেলা প্রশাসকের বক্তব্যে অনুপ্রাণিত হন এবং বলেন, “তার মতো প্রশাসক তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে বড় ভূমিকা রাখতে পারেন।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com