পটুয়াখালীর গলাচিপায় জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেড় ধরে সংর্ঘষে দুই পক্ষের ২ নারীসহ ১৫জন আহত হয়ছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার আমখোলা ইউনিয়নের কিসমত বাউরিয়া গ্রামে। গুরুতর আহত ৭জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার আমখোলা ইউনিয়নের কিসমত বাউরিয়া গ্রামের নজরুল ইসলাম সিকদার ও প্রতিবেশী রফিক সিকদারের সাথে দীর্ঘ দিন যাবত ৪০শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে এনিয়ে দুই জনের কথা কাটাকাটি হলে রফিক সিকদার লোকজন নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় দুই পক্ষের পল্লী চিকিৎসক মো.নজরুল ইসলাম (৩৮), নাজমুন্নাহার (৩০), ফকরুল ইসলাম (২৬), নেছার উদ্দিন (১৮), ইমরান সিকদার (২২), মিজানুর রহমান বিশ^াস(২৬), রাবেয়া বেগম (৭০) সহ ১৫জন আহত হয়। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply