মাননীয়
প্রধানমন্ত্রী জননেত্রী ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ২০ জুন/২১ রবিবার
বরিশাল বিভাগে (২য় পর্যায়ে) ৫৩ হাজার ৬৪০টি গৃহহীন অসহায়
ভূমিহীন গৃহ প্রান্তদের মাঝে ঘরের চাবী ও দলিলপর্চা-খতিয়ান ও
সার্টিফিকেট প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা গন ভবন থেকে সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সে মাধ্যমে শুভ
উদ্বোধন করেন । শুভ উদ্বোধন করার পরে গলাচিপা উপজেলা দরবার হলে
পটুয়াখালী-৩ আসনে মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি)
প্রধান মন্ত্রীর পক্ষে ঘরের চাবী ও সংশ্লিস্ট গুরুত্ব পূর্ন কাগজ হস্তান্তর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার
সুদক্ষ্য নির্বাহী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে, বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.
শাহিন শাহ, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে,
সাধারণ সম্পাদক বীর মুক্তি র্যোদ্ধা গোলাম মোস্তাফা টিটো,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা
ভাইস চেয়ারম্যান ওয়ারনা মার্জিয়া নিতু অনুষ্ঠানে সকল সরকারি
কর্মকর্তা, রাজনৈতিক নেত্রী বৃন্দ, সুবিধা ভোগী পরিবার , প্রেস
ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা
উপস্থিত ছিলেন। এছাড়া বঙ্গবন্ধুর কন্যার ২য় পর্যায়ে ঘর বিতরনে
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন সহ
সংশ্লিস্ট ভূমি অফিসের কর্মকর্তা গন অংশ নেয়। সভায় প্রধান
অতিথি ও দক্ষিণ জনপদের সৎ নির্ভীক উন্নয়নের রূপকার এস এম
শাহজাদা (এমপি) বলেন স্বাধীনতার এই ৫০বছরের সত্যেরে বাংলাদেশকে
বিশ্বের বুকে এক অনন্য সরকার প্রধান হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশের পিছিয়ে পড়া গরীব
অসহায় ভূমীহিনদের পূর্নবাসন করার লক্ষে যে সহযোগিতা করেছে তাঁবাংলার মানুষ চিরদিন স্মরণ করবে। যা ভবিষৎ দেশের ইতিহাসে লিপিবদ্ধ
হবে।
এর পূর্বে উপজেলা নির্বাহী অফিসার গত ১৯ জুন/২১ তার অফিস কক্ষে
এই উপজেলার ৫শত গৃহনির্মান বাস্তবায়ন এবং সরকারের সিডিউল
অনুযায়ী স্বচ্ছতার সাথে ও সুবিধা ভোগী পরিবারদের গৃহের কাগজ পত্র
সমূহ প্রস্তুত বিষয়ে, সংবাদ কর্মীদের নিয়ে এক প্রেস ব্রিফিং করে।
প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মু.
শাহিন শাহ উপস্থিত ছিলেন।
Leave a Reply