পটুয়াখালীর গলাচিপায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজের আওতায় প্রাপ্ত তহবিল হতে তিন জন উদ্যোক্তাদের মাঝে ৩লাখ টাকা নগদ প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে। গলাচিপা বিআরডিবি ব্যবস্থাপনায় গতকাল সোমবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে প্রণোদনা নগদ অর্থ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী। সার্বিক সহযোগিতায় সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজের আওতায় প্রাপ্ত তহবিল হতে যথাক্রমে মো. হাফিজুর রহমান মৎষ চাষী, হাসান মাহামুদ পিয়াস ব্যাবসায়ী ও শান্তি রঞ্জন সাহা গরুর খামারীকে এই প্রণোদনা ঋণ সল্পসুদে দেওয়া হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও উৎপাদনে উদ্যোক্তাদের আর্থিক অগ্রগতির জন্য যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্বে বিরল। এসময় আরো বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply