মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমী ও গৃহহীন ‘ ক’ শ্রেনীর উপকার ভোগীদের মধ্যে জমি ও প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন বিষয়ক নিয়ে ১৯ জুন শুক্রবার বিকেল চার টার সময় গলাচিপা প্রেস ক্লাবের সাংবাদিকদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঃ শাহীন শাহ্ এর উপস্থিতিতে প্রেস ব্রিফিং করেন নির্বাহী কর্মকর্তা জনাব আশিষ কুমার।
প্রেস ব্রিফিং এ তিনি মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনা সরকার গৃহ ও ভূমীহিনদের মাথা গুজার আশ্রায়ের ব্যাবস্থা করি দিয়ে উন্নয়নের আর এক ঐতিহাসিক মাইলফলক বলে তিনি অভিমত প্রকাশ করেন। তিনি বলেন আমরা প্রথম পর্যায়ে ১ লক্ষ ১৭১ হাজার টাকার ৩ শত ৯৩ টি ঘর ভূমীহিনদের মাঝে সফল ভাবে বিতরন করতে পেরেছি, পরবর্তী পর্যায়ে সরকারের সুচিন্তায় ও পরিকল্পনায় ১ লক্ষ ৯০ হাজার টাকায় আরো ২ শত পরিবারের মাঝে মানসম্মত ঘড় বিরতণ অব্যাহত রয়েছে। এছড় সরকারের অধিককতর পরিকল্পনায় ঘড় বরাদ্দকৃত টাকার মান দুই লক্ষ টাকা বৃদ্ধি করে আরো পাঁচ শতাধিক এরও বেশি বরাদ্দ দিয়েছেন। সরকারের এতো বড় একটা প্রজেক্ট বাস্তয়ন করা উপজেলা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। সন্মানিত সাংবাদিক বৃন্দরা সবসময় তথ্য এবং মতামত দিয়ে উপজেলা প্রশাসনের সহযোগীতা করেছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
এসময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন শাহ্ বলেন, বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সোনার বাংলা গড়ার স্বপ্ন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দূরদর্শিতা অক্লান্ত পরিশ্রমের ফলাফল আজ আপামর জনসাধারণ ভোগ করছেন। কারণ শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। আমার উপজেলার সন্মানিত সাংবাদিক বৃন্দরা সব সবসময়ে উপজেলা প্রশাসনকে সরকারে বিভিন্ন উন্নয়নের চিত্র কর্ম তুলে ধরে বিশ্বের দরবারে আরো সন্মানিত করে সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখ সহযোগীতা করছেন, এজন্য আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময়ে সরকারের নানা মূখি উন্নয়নের চিত্র তুলে ধরে সরকার প্রধান মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি খালিদ হোসেন মিল্টন, সিনিয় সাংবাদিক সমিত কুমার দত্ত মলয়, সোহাগ রহমান । এসময়ে প্রেস ক্লাবের প্রায় অর্ধশত গনমাধ্যম কর্মী বৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply