খন্দকার জলিল – স্টাফ রিপোর্টার :আন্তর্জাতিক শ্রম দিবস ২০২৫ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন এর নেতৃত্বাধীন গলাচিপা উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করা হয়। ০১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টার সময় পূর্ব বাজার গলাচিপা সাব রেজিস্টার অফিসের সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর মঞ্চে এসে শেষ হয়। এরপর পৌর মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ দফাদার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: সিদ্দিকুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার। সভায় আরও উপস্থিত ছিলেন গলাচিপা পৌর বিএনপির সভাপতি মো: মিজানুর রহমান ও সাধারন সম্পাদক মো: জসিম উদ্দিন খান, পৌর শ্রমিক দলের আহবায়ক মো: আহসান হাবিব, সদস্য সচিব মো: ফোরকান খলিফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো: মেহেদী হাসান বাবু। সমাবেশে আরও অংশ নেয় গলাচিপা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সাধারন শ্রমিক জনতা। অপরদিকে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা যুব দলের সদস্য সচিব মো: শিপলু খান এর সমর্থনে গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে পৃথক ভাবে পালিত হয় র্যালি ও আলোচনা সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: সোহরাব হোসেন মিয়া, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সোবহান, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মো: রফিকুল ইসলাম খান এবং বিএনপি নেতা মো: নেছার উদ্দিন রাড়ি সহ উপজেলার রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply