খন্দকার জলিল – স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় অবস্থিত কালীমন্দিরে প্রতি বছরের ন্যায় এবছরও দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় বিগত (৫মে) ২০২৫ সোমবার রাত ১২:০১ মিনিট থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ৫৬ প্রহরব্যপী অখন্ড মহানাম যজ্ঞের শুভ অধিবাস। যাহা চলবে আগামী (১১মে) রবিবার নিশি অবসান পর্যন্ত।
ঘোর কলির অমানিশায় কঠোর যন্ত্রনায় জগৎ জীবন সংসার সর্বগ্রাসী অধর্মের করাল কষাঘাতে নিষ্পেষিত। সনাতন ধর্মের অমৃতবানী বিস্মৃত হয়ে অনাচার ও কুসংস্কারের আবর্তে মানবকূল আজ অনিশ্চিত অন্ধকারে নিমজ্জমান। পতন প্রবন এ মানবতা উদ্ধারনে মুক্তির দূত হয়ে আবির্ভূত মহাবতারী শ্রীশ্রী গৌর সুন্দর লীলাচ্ছলে বিলিয়ে ছিলেন শ্বাশত বিশ্ব শান্তির মহামন্ত্র শ্রীশ্রী হরিনাম মহাযজ্ঞ। এই মহানাম যজ্ঞের মাধ্যমে সমাজ এবং মানব কলে শান্তি বয়ে আনে এবং পূর্নতার প্রকাশ ঘটে বলে সনাতন ধর্মাবলম্বীদের দাবি।
নামা মৃত পরিবেশনায় অংশ গ্রহন করেন শ্রীশ্রী ব্রজনন্দন সম্প্রদায় (সাতক্ষীরা) শ্রীশ্রী রাই রসরাজ সম্প্রদায় (গোপালগঞ্জ) শ্রীশ্রী প্রতিমা সম্প্রদায় (মাদারীপুর) শ্রীশ্রী রাইঠাকুর সম্প্রদায় (বরিশাল) শ্রীশ্রী নন্দ গোপাল সম্প্রদায় (পটুয়াখালী) শ্রীশ্রী রাধাকুঞ্জ সম্প্রদায় (গোপালগঞ্জ) শ্রীশ্রী বাসুদেব সম্প্রদায় (ফরিদপুর) শ্রীশ্রী পার্থ সারথী সম্প্রদায় (নরসিংদী) শ্রীশ্রী লক্ষীনারায়ন সম্প্রদায় (মানিকগঞ্জ) শ্রীশ্রী নিতাই গৌর সম্প্রদায় (মানিকগঞ্জ) শ্রীশ্রী ভূবন মোহিনী সম্প্রদায় (খুলনা) শ্রীশ্রী ভবতারণ সম্প্রদায় (ঢাকা) শ্রীশ্রী দূর্গা সম্প্রদায় (পটুয়াখালী)।
মন্দিরের সভাপতি দিলিপ বনিক এবং সাধারন সম্পাদক তাপস দত্তের সাথে কথা বলে জানা যায় শুধু গলাচিপা নয় দূর-দূরান্ত থেকে অনেক ভক্ত বন্দ এখানে এসে থাকেন। তাদের মধ্যে দুই বেলা প্রসাদ বিতরনের ব্যবস্থা করা হয়েছে।
Leave a Reply