শিরোনাম :
অবশেষে নীলফামারীতেই হচ্ছে চীন সরকারের এক হাজার শয্যার হাসপাতাল দারোয়ানী টেক্সটাইল মাঠে ২৫ একর জায়গার উপর নির্মিত হচ্ছে এই হাসপাতাল রাঙ্গাবালীতে লাইসেন্সবিহীন ৩৮ টির বেশি করাতকল( স্ব-মিল)বন বিভাগ নিরব ভুমিকায়। ট্রেনের টিকিটসহ ৩ জন কালোবাজারী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪/কেজি গাঁজা উদ্ধার। নীলফামারী – ২ আসনে বিএনপি’র প্রার্থী সাইফুল্লাহ রুবেল ঢাকা-১৪, ১৫ ও ১৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীদের প্রতি এলাকাবাসীর শুভেচ্ছা ও সংবর্ধনা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান চুয়াডাঙ্গা-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন গলাচিপা-দশমিনায় হাসান মামুন এর নাম প্রার্থী তালিকায় না থাকায় ক্ষোভের ঝড় চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওবাসীর ভালোবাসায় ধানের শীষ প্রতীক পেলেন আজহারুল ইসলাম মান্নান

গলাচিপা-দশমিনায় হাসান মামুন এর নাম প্রার্থী তালিকায় না থাকায় ক্ষোভের ঝড়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

খন্দকার জলিল, পটুয়াখালী জেলা ব্যুরো প্রধান

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ত্যাগী ও জনপ্রিয় নেতা হাসান মামুনকে গ্রীন সিগনাল না দেওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কেন্দ্রীয় কার্যালয় থেকে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে ওই তালিকায় পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের প্রার্থী ঘোষণা না হওয়ায় স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গলাচিপা ও দশমিনা উপজেলা জুড়ে দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে পাশে থেকে সংগঠনকে সক্রিয় রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন হাসান মামুন। আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে সাংগঠনিক কর্মকাণ্ডে তার নিবেদন ও নেতৃত্বের কারণে তিনি তৃণমূল কর্মীদের কাছে একজন নির্ভরযোগ্য নেতা হিসেবে পরিচিত। ফলে তার নাম তালিকায় না থাকায় অনেকেই এটিকে অবিচার হিসেবে দেখছেন। প্রার্থী তালিকা ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক আইডিতে এক আবেগঘন পোস্টে হাসান মামুন “গলাচিপা-দশমিনা নেতাকর্মীদের ধৈর্য ধারন করার জন্য অনুরোধ করেছেন। তার এই আহ্বান মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। অসংখ্য নেতাকর্মী মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন—দলীয় আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া একজন ত্যাগী ও জনপ্রিয় নেতাকে উপেক্ষা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেউ কেউ মন্তব্য করেছেন, দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ নেতাকে বাদ দেওয়া মানে ত্যাগীদের অবমূল্যায়ন করা। এতে তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ ও হতাশ, অনেকেই প্রকাশ্যে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাচ্ছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, গলাচিপা-দশমিনা বিএনপির রাজনীতিতে হাসান মামুনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে বাদ দিলে আসনটিতে দলের সাংগঠনিক ভারসাম্য নষ্ট হতে পারে। অনেকে আবার মনে করছেন, তৃণমূলের দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতারা বিষয়টি পুনর্বিবেচনা করতে পারেন। চূড়ান্ত তালিকায় হাসান মামুনের নাম যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com