খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার বিভিন্ন সড়কে রাত নামলেই দেখা যায় ভিন্ন এক চিত্র। দিনের ব্যস্ততা শেষে যখন রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ে ঠিক তখনই সড়কের নিয়ন্ত্রন নেয় গরু ও ছাগলের দল।
পৌর এলাকার প্রধান প্রধান সড়ক, বিশেষ করে সিনেমা হলপট্টি, ফিডার রোড চৌরাস্তা, কলেজ রোড, হাইস্কুল রোড এবং ফেরিঘাট এলাকায় এসব পশুর অবাধ বিচরন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান রাত ৯টার পর থেকেই বিভিন্ন বাসাবাড়ি থেকে ছেড়ে দেওয়া পশুগুলো রাস্তার মাঝে চলাফেরা করে। কখনও দল বেঁধে ঘুমিয়ে পড়ে রাস্তায়। আবার কখনও হেঁটে বেড়ায় অবাধে। এতে করে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।
বিশেষ করে মটরসাইকেল আরোহীদের সামনে হঠাৎ পশু চলে আসায় প্রায়ই দুর্ঘটনার শিকার হন।
একজন পথচারী বিপ্লব ডাক্তার বলেন, একদিন রাতে সিনেমা হল রোডে হঠাৎ গরুর সঙ্গে ধাক্কা খেয়ে এক যুবক মটর সাইকেল নিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। অথচ এসব সমস্যার কোন স্থায়ী সমাধান নেই।
পৌরসভার দায়িত্বপ্রাপ্তদের কেউ কেউ জানান, জনসচেতনতার অভাব এবং পশুপালকদের অবহেলাই এই সমস্যার মূল কারন। যদিও পৌরসভা থেকে মাঝে মাঝে মাইকিং করা হয় এবং পশু রাস্তায় না ছাড়ার জন্য বলা হয় কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না।
এ বিষয়ে গলাচিপা পৌরসভার প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং মালিকদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থাও বিবেচনায় রয়েছে।
স্থানীয় সচেতন নাগরিক জানান অবিলম্বে এই সমস্যার সমাধানে প্রয়োজন কঠোর মনিটরিং এবং নিয়মিত পৌরসভার তদারকি ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহন করা উচিৎ। নইলে দুর্ঘটনা ও জনদুর্ভোগ আরও বাড়বে।